Rajshahi University Affiliated Colleges Admission Circular 2021-2022 | aca.ru.ac.bd


Rajshahi University Affiliated Colleges Admission Circular 2022

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট সমূহে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২১-২২ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি কলেজ/ইনস্টিটিউট সমূহের বিভিন্ন বিভাগে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি

২০২১-২০২২ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট সমূহে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আহবান করা যাচ্ছে। আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://aca.ru.ac.bd/  এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।


Visit Rajshahi University  Affiliated Colleges Admission site for more:

Rajshahi University Admission requirement of Affiliated Colleges রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট সমূহের জন্য)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতাঃ 
(ক) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজসমূহের জন্য ২০১৯/২০২০/২০২১ শিক্ষাবর্ষে এইচ.এস.সি. / সমমানের পরীক্ষায় কৃতকার্য  শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
(খ) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজসমূহের জন্য ২০১৫ ও তৎপরবর্তী বছরের এস.এস.সি./সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
(গ) পরীক্ষার্থীকে পদার্থ, রসায়ন, গণিত/জীববিদ্যা বিষয়সহ এইচ.এস.সি./সমমানের পরীক্ষায় কৃতকার্য হতে হবে।
(ঘ) বিজ্ঞান বিভাগ হতে এস.এস.সি. ও এইচ.এস.সি. পরীক্ষায় ৪র্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

(ঙ) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারীজ/ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স/হেলথ/নার্সিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত জিপিএ ৪.০০ স্কেলকে ৫.০০ স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪.০০ স্কেলে ২.৮ এর কম হলে আবেদন করতে পারবে না।
(চ) ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এইচ.এস.সি./সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচ.এস.সি. (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের আবেদনের সময়সীমা ও ফীঃ
ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা ও ফী: ভর্তির আবেদন ফরম গ্রহণের তারিখ ২৫/০৮/২০২২ দুপুর ১২.০০ টা থেকে ১৫/০৯/২০২২ রাত ১২.০০ টা পর্যন্ত। ভর্তির জন্য আবেদন ফরমের মূল্য ৫০০/- এবং অনলাইন চার্জ ৫০/- টাকাসহ মোট ৫৫০/- টাকা মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষার স্থান: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ধরণ: এমসিকিউ (MCQ), সময়: ১ (এক) ঘন্টা, প্রশ্ন সংখ্যা: ৮০টি, পূর্ণমান: ১০০, পাশ নম্বর: ৪০।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট সমূহের জন্য
Rajshahi University Affiliated Colleges Admission Test Mark Distribution

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট সমূহের জন্য Rajshahi University Affiliated Colleges Admission Test Mark Distribution

Rajshahi University Affiliated Colleges and Total Seat Number
(রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট সমূহ এবং আসন সংখ্যা):

ইঞ্জিনিয়ারিং কলেজঃ
টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, বগুড়া;
রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর;  
পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ,পাবনা; 
ইমপেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, খুলনা;
আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী

ইঞ্জিনিয়ারিং কলেজ এর আসন সংখ্যা: মোট ৬২০ টি

কৃষি কলেজ/ইনস্টিটিউটঃ
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি (আইআইএএসটি), রংপুর;
হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজি, সিরাজগঞ্জ; আনোয়ারা কলেজ অব
বায়োসায়েন্স, দিনাজপুর; বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়ো সায়েন্সেস, নাটোর; ভাষাসৈনিক গাজীউল
হক ইনস্টিটিউট অব বায়োসায়েন্স, বগুড়া; উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজি,
রাজশাহী; আশ্রয় কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্স, রাজশাহী; গ্রাজুয়েট ইনস্টিটিউট অব
এগ্রিকালচার এন্ড টেকনোলজি, কুষ্টিয়া
আসন সংখ্যা: মোট ১০৮০ টি

Rajshahi University Affiliated Colleges Admission Test Rule
(রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট সমূহের ভর্তি পরীক্ষার শর্ত):

Rajshahi University Affiliated Colleges Admission Test Rule (রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট সমূহের ভর্তি পরীক্ষার শর্ত):

এইচ.এস.সি. ২০২১ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে পাঠ্যসূচী অনুসরণ করা হয়েছে তার আলোকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটসমূহে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও প্রয়োজনীয় তথ্যাবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://aca.ru.ac.bd/এ পাওয়া যাবে। 



N:B: TMSS Engineering College, Bogura এ ভর্তির বিষয়ে যে কোন তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুনঃ 
Call- 01763603339 
😊😊😊

No comments:

Post a Comment